অস্কারের মঞ্চে 'লাপাতা লেডিস' । স্বপ্নপূরণ কিরণ রাওয়ের । ২০২৫-এর অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে এই সিনেমাকে । উল্লেখ্য, গত বছর বড় পর্দায় মুক্তি পেয়েছিল লাপাতা লেডিস । সিনেমার গল্প, অভিনয় থেকে গান...মন জয় করে নিয়েছিল দর্শকদের । এবার ফুল ও দীপকের মিষ্টি প্রেম বিদেশের মঞ্চেও । সোমবার সিলেকশন কমিটির তরফে ছবির নাম ঘোষণা করা হয়েছে ।
অস্কারের দৌঁড়ে কোন কোন সিনেমা ছিল ?
অস্কারের দৌঁড়ে ২৯টি চলচ্চিত্র ছিল । তার মধ্যে রণবীর কাপুর অভিনীত অ্যানিমাল, অল উই ইমাজিন অ্যাজ লাইট, তামিল চলচ্চিত্র মহারাজা, হিন্দি চলচ্চিত্র স্বতন্ত্র বীর সাভারকর, আর্টিকেল ৩৭০, সাম বাহাদুর ইত্যাদি । তবে, সিলেকশন কমিটি আমির খান ও কিরণ রাও প্রযোজিত 'লাপাতা লেডিজ' সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বেছে নিয়েছে ।
অস্কারের স্বপ্ন দেখেছিলেন পরিচালক কিরণ রাও । এক সাক্ষাৎকারে পরিচালক জানিয়েছিলেন, যদি তাঁর সিনেমা লাপাতা লেডিস অস্কারে যায়, তাহলে তাঁর স্বপ্নপূরণ হবে । তাঁর বিশ্বাস, যাকেই বেছে নেওয়া হোক, সেরা ছবিই যাবে অস্কারের মঞ্চে ।
২০২৩-এ বড়পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। সমাজের বাস্তব রূপকে কীভাবে কমেডির আকারে ফুটিয়ে তোলা যায়, সেটাই দেখিয়েছেন কিরণ । একইসঙ্গে মিষ্টি প্রেমের গল্পও ফুটে ওঠে । সিনেমায় অভিনয় করে মন জয় করে নিয়েছিলেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না । গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন রবি কিষান, ছায়া কদম ও গীতা আগরওয়াল শর্মা । তবে, বড়পর্দায় যখন ছবিটি মুক্তি পায়, সেইসময় সেভাবে সাফল্য মেলেনি । তবে, ওটিটিতে মুক্তির পর ঝড় তোলে কিরণের সিনেমা । নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি । সিনেমার গল্প থেকে গান, সংলাপ...দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে ।