অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তদন্তকারীরা চাপ দিচ্ছেন। এমনই অভিযোগ এনে আদালতে চিঠি দিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ। বৃহস্পতিবার এই কাণ্ডে ধৃত তাপস মণ্ডলকে আদালত চত্বরে প্রশ্ন করা হয়, কোনও প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনার প্রসঙ্গে তাপস বলেন, “ওর কাছেই নতুন নাম শুনুন।” কার কথা বলছেন জানতে চাওয়া হলে কুন্তলের নাম বলেন তাপস।
বৃহস্পতিবার আদালত চত্ত্বরে কুন্তল জানান, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে চিঠি দিয়ে সবটা জানিয়েছি।”
কুন্তল আগেই দাবি করেছিলেন, ‘প্রভাবশালী’দের নাম বলার জন্য তাঁর উপর চাপ দিচ্ছেন তদন্তকারীরা। তবে সেই সময় কোনও নাম উল্লেখ করেননি তিনি। বৃহস্পতিবার অভিষেকের নাম করলেন তিনি।