‘আদিপুরুষ’ (Adipurush) টিজার প্রকাশ্যে আসবার পর থেকেই ছবি কেন্দ্র করে জলঘোলা কম হয়নি। বিগ বাজেটের এই ছবিতে 'রাম' চরিত্রে দেখা মিলবে প্রভাসের। অক্ষয় তৃতীয়ার দিন রাম হিসেবে প্রভাসের ছবি প্রকাশ্যে এসেছে। এবার প্রকাশ্যে এল 'সীতা' বেশে অভিনেত্রী কৃতি স্যাননের ফার্স্টলুক। ওম রাউত পরিচালনায় 'আদিপুরুষ' ছবিতে জানকীর ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। ছবির মূল গল্প নেওয়া হয়েছে রামায়ণ থেকে।
কৃতির পরনে বেইজ রঙা শাড়ি, মাথায় গেরুয়া চাদর জড়ানো, মোটা করে পরা সিঁদুর, দু-চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। সীতা নবমীর দিনেই ফার্স্টলুক সামনে আনলেন অভিনেত্রী। শনিবার মুক্তি পাওয়া এই মোশন পোস্টারের শুরুতেই দেখা গিয়েছে 'রাম' প্রভাসকে। তারপরই চোখে জল নিয়ে জানকীর বেশে ধরা দেন কৃতি। হিন্দি, তেলেগু, মালায়ালম, তামিল ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ছবির পোস্টার। ১৬ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি৷