দেশ বিদেশের ছবি দেখা যাদের নেশা, তাঁদের জন্য এ যেন এক বৈশাখী উপহার। শহরে আরও একবার চলচ্চিত্র উৎসব। চতুর্থ কলকাতা ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভালের আয়োজন করেছে ব্লু চক স্তুডিও।
১৪ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। খোলা মাঠে স্ক্রিন টাঙিয়ে দেখানো হবে সিনেমা। খোলা মাঠে ব্যবস্থা থাকছে তিন তিন খানা স্ক্রিনের।
বার্গম্যান, হিচকক, কিরোস্তামি, কুরোসাওয়ার মতো প্রবাদপ্রতিম পরিচালকদের ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। সকলের প্রবেশও অবাধ। কলকাতা ওপেন এয়ার ফিল্ম ফেস্টিভালের ফেসবুক পেজে ৫০ টি ছবির সময় সূচি উল্লেখ করা রয়েছে।
গীতাঞ্জলি মেট্রো স্টেশন লাগোয়া নাকতলা সেকেন্ড স্কিমের মাঠে বসছে এই ৬ দিনের সিনেমা উৎসব।