বড়পর্দায় গোয়েন্দারাজ চলছে তো সেই বিগত কয়েক বছর ধরেই, পর্দায় মহিলা গোয়েন্দা চরিত্রের অভাব খানিকটা হলেও ঘুচিয়েছিল মিতিন মাসি। অরিন্দম শিলের হাত ধরে এই পুজোয় আবারও পর্দায় মিতিন। সোমবার থেকেই শুরু হল শুটিং।
এবারও মিতিন মাসির চরিত্রে কোয়েল মল্লিক। ২০১৯-এর পুজোয় মুক্তি পেয়েছিল মিতিন মাসি সিরিজের প্রথম ছবি।
Amitabh-Anushka: বিনা হেলমেটে বাইকে, অমিতাভ-অনুষ্কার বিরুদ্ধে পদক্ষেপ মুম্বই পুলিশ
সুচিত্রা ভট্টাচার্যের 'সারান্ডায় শয়তান' নিয়েই ছবির গল্প, ছবির নাম 'জঙ্গলে মিতিন মাসি'। পুজোয় মুক্তি পাচ্ছে ছবিটি। ক্যামেলিয়া এন্টারটেইনমেন্টেসের হাত ধরে পুজোয় একটা গোয়েন্দা রিলিজ তাহলে পাকা।