সপ্তাহ তিনেক আগেও তামারা জানতেন না এ'বছরের ফাদার্স ডে (Fathers day) টা কতোটা আলাদা হতে চলেছে তাঁর জীবনে। হয়তো কতো প্ল্যান ছিল। আবার হয়তো আগে কখনও সেভাবে বাবার জন্য আলাদা একটা দিন উদযাপন করা হয়নি কেকে (KK) কন্যার। তবে এ বছরের ফাদার্স ডে-র প্রতিটা মুহূর্ত যেন বেশি করে মনে করাল বাবার কথা।
বলিউড সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়েছে সারা দেশ। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একদম চুপ ছিলেন প্রয়াত শিল্পীর তরুণী মেয়ে তামারা (Taamara)। রবিবারই প্রথম বাবাকে নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। দীর্ঘ পোস্ট করে লিখলেন, তাঁর অনুপস্থিতিতে কতোটা মিস করেন বাবাকে। শৈশবের বেশ কিছু ছবিও ইন্সটাগ্রামে শেয়ার করলেন তামারা।
Nadia Minor suicide case: নদিয়ায় নাবালক নাবালিকা-র বিষ খেয়ে আত্মহত্যা, কারণ খুঁজতে তদন্ত পুলিশের
প্রসঙ্গত, গত, ৩১ মে কলকাতার নজরুল মঞ্চের লাইভ কনসার্টের পরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকে-র। সেই ক্ষতর রেশ এখনও কাটেনি কলকাতার বুক থেকে।