এই একটা ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা সমাজকে। শরতের রোদেলা আকাশ মুখরিত স্লোগানের গর্জনে। ‘জাস্টিস ফর আরজিকর’ এই আওয়াজ তুলেছেন সমাজের সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। সহকর্মীর মৃত্যুতে কর্মবিরতি চালিয়ে নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, বদলে তাঁরা চিকিৎসা দিচ্ছেন প্রতিবাদী মঞ্চ ‘অভয়া ক্লিনিক’ থেকে। সোমবার বিচারের দাবিতে লালবাজার অভিযান করেন জুনিয়র ডাক্তাররা, মঙ্গলেও তাঁদের মানববন্ধন কর্মসূচি রয়েছে।
বিরাট ব্যারিকেডের পাহাড় পেরিয়ে রাত জেগেছেন ডাক্তাররা। এই ছবি বঙ্গবাসীকে নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছে। ডাক্তারদের এই আন্দোলনে বারংবার উঠে আসছে একজনের নাম, তিনি কিঞ্জল নন্দ। প্রথম দিন থেকে এই আন্দোলনকে সামনের থেকে নেতৃত্ব দিয়ে আসছেন কিঞ্জল। তিনি ডাক্তার, আরও একটা পরিচয় তাঁর রয়েছে। কিঞ্জল একজন প্রতিভাবান অভিনেতাও বটে।
বাংলা ছবি, সিরিজের নিয়মিত দর্শকেরা তাঁকে খুব ভাল মতোই চেনেন। ‘একজন বিনয় বসু জন্ম দেবে হাজার বিনয় বসুর’ এই সংলাপ শোনা গিয়েছিল অরুণ রায় পরিচালিত ‘বিনয় বাদল দীনেশ’ ছবিতে। আর সংলাপটি শোনা গিয়েছিল এই আন্দোলনকারী ডাক্তার কিঞ্জলের মুখেই। সংগ্রামী বিনয় বসুও ছিলেন ডাক্তারির ছাত্র।
এই অভিনেতা চিকিৎসকে দেখা গিয়েছে ‘ব্যোমকেশ’, ‘হীরালাল’, ‘দ্য রেড ফাইলস’, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’, ‘নন্দিনী’-এর মতো একাধিক ছবিতে। ডাক্তার অভিনেতার বাইরে তিনি একজন নেতাও বটে, তাঁর প্রশংসায় পঞ্চমুখ আট থেকে আশি।