চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর। আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হতে চলেছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (27th Kolkata International Film Festival)। করোনা অতিমারির কারণে বারবার পিছিয়ে গিয়েছিল চলচ্চিত্র উৎসবের নির্ঘন্ট। অবশেষে ধার্য করা হল সময়সূচী। শনিবার সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয় যে, এই বছর শ্রদ্ধার্ঘ্য জানানো হবে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে (Abhishek Chatterjee)।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৭ দিন ব্যাপী উৎসবে ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মোট ৪১'টি দেশের ১৬০টি ছবি। ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। ১৬০টি ছবির ২০০টি শো আয়োজন করা হয়েছে। কোভিড বিধি মেনেই চলবে উৎসব। উদ্বোধনী ছবি সত্যজিত রায়ের 'অরন্যের দিনরাত্রি'। উদ্বোধনী অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে। সমাপ্তি অনুষ্ঠান, রবীন্দ্র সদনে।
এই বছর শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিত রায়, চিদানন্দ দাশগুপ্ত ও হাঙ্গেরির পরিচালক মিকলোস ইয়াঞ্চকে। সত্যজিত রায়ের তৈরি ছবি ও তাঁকে নিয়ে তৈরি ছবিও প্রদর্শিত হতে চলেছে চলচ্চিত্র উৎসবে। সেই তালিকায় রয়েছে পথের পাঁচালী, পরশ পাথর, নায়ক, শতরঞ্জ কি খিলাড়ি, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, শ্যাম বেনেগালের তৈরি 'সত্যজিত রায়' তথ্যচিত্র সহ বেশ কয়েকটি ছবি। প্রদর্শিত হবে চিদানন্দ দাশগুপ্তের ছবি 'পোর্টেট অব দ্য সিটি' এবং 'আমোদিনী'। এছাড়াও রয়েছে মিকলোস ইয়াঞ্চর বিখ্যাত ছবি 'ইলেক্ট্রা মাই লাভ'। এই বছরের উৎসবে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার পরিবেশন করবেন পরিচালক সুজিত সরকার।