স্মরণে-শ্রদ্ধায় শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2022)। গত কয়েক মাসে অনেক তারা খসে গিয়েছে বিনোদনের আকাশ থেকে। কেউ আবার আকাশ প্রদীপ হয়েই থেকে গিয়েছেন। সেই লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), সন্ধ্যা মুখোপাধ্য়ায়-সহ একাধিক তারার প্রয়াণকে স্মরণ করল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (27th Kolkata International Film Festival) মঞ্চ। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) আক্ষেপের সুরে জানালেন, লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ না দিতে পারার হতাশার কথা।
করোনার কারণে অন্যান্য বছরের মতো এ বার উৎসবে (KIFF 2022) সেই জৌলুস থাকছে না। অতিথিদের তালিকাও ছোট করা হয়েছে। মূলত টলিউডের শিল্পীরাই উপস্থিত ছিলেন মঞ্চে। ছিলেন প্রসেনজিত চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, দেব, নুসরত, বাবুল সুপ্রিয়, সন্দীপ রায়, ইন্দ্রাণী হালদার, সায়নী ঘোষ প্রমুখ।
আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে বাংলা, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ নবান্নের
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Kolkata Film Festival 2022) এবারের বিশেষ অতিথি শক্রঘ্ন সিনহা। এদিন উদ্বোধন মঞ্চে তাঁর গলায় ফিরে এল অন্তর্জলী যাত্রার কথা। গৌতম ঘোষ পরিচালিত এই ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। আর এই ছবিতে ডোমের চরিত্রে দেখা গিয়েছিল শক্রঘ্নকে। সেই স্মৃতিই এদিন ফিরে এল।
সাত দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশ-বিদেশের নানা বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। তবে সিনেপ্রমীদের জন্য বিশেষ সুখবর দিয়েছেন কলকাতা চলচ্চিত্র উৎসবের (KIFF 2022) চেয়ারপার্সন রাজ চক্রবর্তী জানিয়েছেন, ১০০ শতাংশ দর্শক নিয়েই ফিল্ম ফেস্টিভ্যাল (Kolkata Film Festival 2022) হবে।
প্রসঙ্গত, জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায় (Satyajit Ray), চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরির পরিচালক মিকলোস জাঁকোসকে।