এর আগে উড়িবাবা (Uribaba) প্ল্যাটফর্মে 'বিরোহী' (Birohi) রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। এবার আসছে সৌরভ পালোধির (Saurav Palodhi) পরিচালনায় 'খোলামকুচি' (Kholamkuchi)। সিরিজের অফিসিয়াল ট্রেলার বলছে, কৈশোর পেরিয়ে তারুণ্যে পৌঁছনোর সোনালি দিনগুলোর গল্প বলে 'খোলামকুচি'। ধরা ছোঁয়ার বাইরে থাকা কল্পকথা নয়, বরং খুব সত্যি একটা সময়ের কথা বলে উড়িবাবার এই সিরিজ।
ট্রেলার দেখে বোঝা যায়, এতে প্রেমে পড়া আছে, সম্পর্কের ভাঙা গড়া আছে, মন খারাপ-মন ভাল দুই-ই আছে, আসলে যেমনটা হয় আর কী!
Ambarish Bhattacharya-Mithun Chakraborty: মাটন, নৈব নৈব চ! 'পটকা'কে ওজন ঝরানোর টিপস দিলেন মহাগুরু
শ্রেয়া ভট্টাচার্য, অনিন্দ্য সেনগুপ্তরা এই সময়ের ছক ভাঙা অভিনেতা, ইতিমধ্যে তাঁদের অভিনয় দর্শকদের মন কেড়েছে। তার ওপর এই সিরিজের একটা বড় পাওনা দেবদীপ মুখোপাধ্যায়ের সুর।
২২ জুলাই মুক্তি পাচ্ছে সিরিজটি।