আবারও ছোট পর্দায় অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৫ (KBC season 15) নিয়ে টেলিভিশনে আসছেন বিগ বি৷
সোনি টিভি ঘোষণা করেছে, আগামী ১৪ আগস্ট রাত ৯ টায় প্রিমিয়ার হবে এই জনপ্রিয় টিভি শো-এর৷ বিগ বি-কে কেন্দ্র করে একটি নতুন প্রোমো তৈরি হবে। বিগত ২৩ বছর ধরে এই আইকনিক শো-এর সঙ্গে যুক্ত অমিতাভ। মাঝে কেবল ২০০৭-এর শোয়ের সঞ্চালক ছিলেন শাহরুখ খান।
Jawan Song: ১০০০ মহিলার মাঝেও একাই একশো শাহরুখ, প্রকাশ্যে জওয়ানের প্রথম গান 'জিন্দা বান্দা'
এবার আসছে পঞ্চদশ সিজন। অসংখ্য অনুরাগী লাল রঙের ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে তুলেছেন কৌন বনেগা ক্রোড়পতির কমেন্ট সেকশন।