গোয়েন্দা গল্প নিয়ে টলিউড, বলিউড থেকে শুরু করে হলিউডেও বহু কাজ হয়েছে। কিন্তু তবুও যেন এই গল্পগুলি পুরনো হয় না। একেকজন পরিচালক একেক রকমভাবে নির্মাণ করেছেন গোয়েন্দা চরিত্রদের।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ইতিমধ্যেই হাত পাকিয়ে ফেলেছেন ‘ফেলুদা’, ‘ব্যোমকেশ’ দিয়ে। কিন্তু এবার তাঁর বড় চ্যালেঞ্জ ঊনবিংশ শতাব্দীর শেষভাগ ও বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি কাল্পনিক গোয়েন্দা চরিত্র। বাঙালি গোয়েন্দাদের পর এবার সৃজিতের ছবিতে শার্লক হোমস। স্কটিশ লেখক ও চিকিৎসক স্যার আর্থার কোনান ডয়েল-এর সৃষ্টি এই আইকনিক চরিত্রকে নিয়ে ছবিতে হাত দিয়েছেন সৃজিত। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক।
নির্ভুল যুক্তিসঙ্গত কার্যকারণ অনুধাবন, যে কোনো প্রকার ছদ্মবেশ ধারণ এবং ফরেনসিক বিজ্ঞানে দক্ষতাবলে জটিল আইনি মামলার নিষ্পত্তি করে ফেলা শার্লকের বাঁ হাতের কাজ। এই চরিত্র নিয়ে একাধিক বিশ্বমানের কাজ ইতিমধ্যেই হয়েছে। এবার সৃজিতের পরিচালনায় হোমসের জুতোয় পা গলাতে চলেছেন বলিউড অভিনেতা কে কে মেনন ((Kay Kay Menon)। চরিত্রের নাম হবে ‘শেখর হোম’-এর (Shekhar Home)
আগেই প্রকাশ্যে এসেছিল মেননের নাম। মেননের নাম শোনার পর থেকেই দর্শকদের কৌতূহল কয়েকগুণ বেড়ে গিয়েছিল এক লাফে। অবশেষে মেননকে হোমসের লুকে দেখলেন দর্শকেরা। চিরচেনা হ্যাট মাথায়, পরনে লম্বা কোট মেনন যেন হোমস। শার্লকের বন্ধু ওয়াটসনের ভূমিকায় থাকছেন রণবীর শোরে। ছবিতে থাকছেন আরও এক বাঙালি অভিনেতা কৌশিক সেন। এছাড়াও, দিব্যেন্দু ভট্টাচার্য, রসিকা দুগ্গাল, উষা উত্থুপ, মাধবেন্দ্র ঝা-দেরও দেখা যাবে সৃজিতের শেখর হোম-এ।