মৃণাল সেনের শতবর্ষের জন্মদিনে নতুন ছবির পোস্টার সামনে আনলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবির নাম 'পালান'। মৃণাল সেনের জন্ম শতবর্ষে তাঁরই আইকনিক ছবি 'খারিজ' থেকেই অনুপ্রাণিত পালান।
কৌশিকের ছবিতে অভিনয় করছেন পাওলি দাম, যীশু সেনগুপ্ত। চার দশক আগের জুটি মমতা শঙ্কর-অঞ্জন দত্তও রয়েছেন ছবিতে।
পাওলির প্রথম ছবিতে অভিনয় দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন মৃণাল সেন। কথা ছিল একসঙ্গে কাজ করারও। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেছে পাওলির। z
Indigo-Mothers' Day: মা-মেয়ে দু'জনেই কেবিন ক্রু! মাতৃদিবসে ভালোবাসার বিরল ভিডিও শেয়ার করল ইন্ডিগো
শতবর্ষ পেরনো বাঙালি পরিচালককে শ্রদ্ধা জানিয়ে সৃজিত মুখোপাধ্যায় তৈরি করছেন একটি বায়োগ্রাফি । নাম দিয়েছেন 'পদাতিক' । অন্যদিকে, অঞ্জন দত্ত তৈরি করছেন একটি পার্সোনাল ফিচারড ছবি । মৃণাল সেন ও অঞ্জন দত্তের মধ্যে কথোপকথনের উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি হচ্ছে । মৃণাল সেনের সঙ্গে অঞ্জন দত্তের প্রথম কাজ 'চালচিত্র' সিনেমায় । কুণাল সেন জানিয়েছেন, এই তিনটে ছবির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই ।