বিয়ের তিন দশক পর ফের মালাবদল করলেন কৌশিক ও চূর্ণি গঙ্গোপাধ্যায়। বাবামায়ের 'বিয়ে'র সাক্ষী থাকলেন তাঁদের ছেলে উজান।
১৬ জানুয়ারি কৌশিক ও চূর্ণির বিয়ের দিন৷ কিন্তু তাঁরা দ্বিতীয়বার মালাবদল করলেন একদিন আগেই - ১৫ জানুয়ারি৷ এক আত্মীয়ের বাচ্চার জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন দু'জনে৷ সঙ্গে ছিলেন উজান৷ সেখানেই কেক কাটা হয়৷ তারপর মালাবদল! উজান বা কৌশিক-চূর্ণি কেউই আগে থেকে জানতেন না এমন আয়োজনের কথা।
৩০ বছর আগে সাতপাকে বাঁধা পড়েছিলেন কৌশিক ও চূর্ণি। কৌশিক তখন স্কুলে পড়ান৷ বিয়ের আগেরদিন স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছিলেন চূর্ণি৷ সোস্যাল মিডিয়ায় সেই শুভলগ্নের স্মৃতি পোস্ট করেছেন চূর্ণি৷ কৌশিক তাঁকে সিঁদুর পরাচ্ছেন, সেই ছবিও দিয়েছেন।