সাম বাহাদুর ছবিতে ফিল্ড মার্শাল সাম মানেকশ-র ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল। স্বামীর অভিনয় দেখে মুগ্ধ হলেন ক্যাটরিনা কাইফ।
বৃহস্পতিবার টাইগার থ্রি ছবির নায়িকা ক্যাটরিনা সাম বাহাদুর ছবির একটি পোস্টার শেয়ার করেছেন। সঙ্গে ভিকির জন্য একটি উচ্ছ্বসিত নোট৷
ক্যাটরিনা প্রথমেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পরিচালক মেঘনা গুলজারকে। তিনি লিখেছেন, 'মেঘনা গুলজার, কী আশ্চর্য কাব্যিক, ক্লাসিক ছবি তৈরি করেছেন আপনি! অন্য এক সময়ে পৌঁছে দিল ছবিটি। প্রতিটি শটে অবিশ্বাস্য ডিটেল, আর গল্প বলার সঙ্গে মিশে থাকা অদ্ভুত প্যাশন!'
এরপরে ভিকির অভিনয় নিয়ে কার্যত উচ্ছ্বসিত ক্যাটরিনা লিখেছেন, '...এবং সাম! আভিজাত্য, হিরোইজম আর প্যাশনের মিশেল! কী দুর্দান্ত নিখুঁত পার্ফরম্যান্স! আমি বিস্মিত! অসম্ভব ইন্সপায়ারিং!'
ক্যাটরিনা লিখেছেন, স্ক্রিনে ভিকির অসাধারণ অভিনয় দেখে তিনি মুগ্ধ৷ গত বছর থেকে সাম মানেকশর চরিত্রের জন্য নিজেকে তৈরি করছিলেন ভিকি। পর্দায় তিনি সত্যিই সাম হয়ে উঠতে পেরেছেন। ক্যাটরিনা লিখেছেন, তাঁর স্বামীর এই পারফরম্যান্স দীর্ঘদিন মনে রাখবেন দর্শকরা।