রবিবার জীবনের অফ-স্ক্রিন গল্প শেয়ার করলেন কার্তিক আরিয়ান। সকলেই চায় ছুটির দিনটা একটু প্রিয়জনকে কাছে রাখতে। কার্তিকের প্রিয় পোষ্য 'কাটোরি'র আবদারও তাই। শ্যুটিং -এ যাওয়ার আগে পোষ্যর সঙ্গে একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন কার্তিক।
সাদা লোমশ কাতোরি, ছুটির দিনে কার্তিককে শ্যুটিং-এ যেতে দিতে নারাজ৷ কার্তিক এই ভিডিও শেয়ার করেছেন এবং লিখেছেন, "কাটোরি, যখন আমি রবিবারে আমার শুটিংয়ের জন্য রওনা হচ্ছি।" তাঁদের এই মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই মুহূর্তে ভুলভুলাইয়া-৩ এর শ্যুটিং করছেন কার্তিক আরিয়ান। দিন কয়েক আগেই কলকাতাতেও এসেছিলেন ছবির শ্যুটিং-এ।