সাত সকালের ব্যস্ত হাওড়া ব্রিজ। জ্যামে আটকে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। ব্যাপার কী? আসলে 'ভুলভুলাইয়া ৩'-এর শুটিং চলেছে।
ছবির শুট্যে কাল রাতেই কলকাতা এসেছেন কার্তিক। দিনভর তিলোত্তমার আনাচে কানাচে চলল শুটিং।
ভোর ৫ টায় কল টাইম থাকলেও শুটিং শুরু হতে ছ'টা বাজে। হাওড়া ব্রিজের ওপর বাইকে চেপে 'রুহ বাবা' র লুকে কার্তিক। চোখে সানগ্লাস, মাথায় কালো বান্ডানা। পরনে কালো আলখাল্লা এবং রুদ্রাক্ষের মালা। সকালে প্রায় ঘণ্টা খানেক শ্যুট চলল হাওড়া ব্রিজে। তারপর মল্লিক ঘাটের ফুলের বাজার, লাহাবাড়িতে হল শুটিং।
আগামী কয়েকদিন পার্কস্ট্রিট সহ কলকাতার অন্যান্য আইকনিক লোকেশনে চলবে 'ভুল ভুলাইয়া ৩'এর শুটিং। ছবিতে কার্তিকের সঙ্গে দেখা যাবে তৃপ্তি দিমড়ি, বিদ্যা বালানকে।