বলিউডি বিয়ে বলে কথা, তাতে তারাদের সমাগম থাকে, জাঁকজমক থাকে, আলোর রোশনাই যেমন থাকে, তেমনই থাকে চিরন্তন কিছু আবেগ, কিছু চোখ ভিজে যাওয়া। রণবীর-আলিয়ার (Ranbir-Alia Wedding) বিয়েতেও এসবের অন্যথা হল না। আলিয়ার হাতে মেহেন্দির প্রথম টান দিতে গিয়ে চোখ ভিজল করণ জোহরের (Karan Johar)।
বলিউডে আলিয়াকে লঞ্চ করেছিলেন করণই। স্টুডেন্ট অফ দ্য ইয়ার (Student Of the Year) ছিল আলিয়ার প্রথম ছবি। তারপর তাঁর কেরিয়ার গ্রাফ চড়চড় করে উঠেছে ওপরে। কিন্তু গ্ল্যামার দুনিয়ায় মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যার গডফাদার হয়ে থেকে গেছেন করণই। ইন্ডাস্ট্রিতে তাঁর একটি মানসকন্যা আছেন, আর তিনি আলিয়া, এ কথা করণ একাধিকবার স্বীকার করেছেন প্রকাশ্যেই।
পেশাগত জীবনের প্রথম ধাপ যার হাত ধরে, ব্যক্তিগত জীবনের এই মোড়েও তাঁকে বাদ দিয়ে উদযাপন নয়। তাই বিয়ের মেহেন্দির প্রথম টানটা কনের হাতে এঁকে দিলেন করণ।
বলিউডের এ বছরের সবচেয়ে আলোচ্য বিয়ে নিয়ে গত এক মাস ধরেই বিস্তর আলোচনা চলছিল সর্বত্র। অবশেষে এসে গেল ডি ডে। আজই চারহাত এক হচ্ছে রণবীর কাপুর-আলিয়া ভাটের (Ranbir Kapoor-Alia Bhatt)। বুধবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ব্যান্দ্রার কৃষ্ণা রাজ বাংলো থেকে বরযাত্রীরা আর একটু পরই রওনা দেবেন পালি হিলসের 'বাস্তু'-র উদ্দেশে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এডিটরজি-র এক্সক্লুসিভ খবর, ইতিমধ্যে সিল করে ফেলা হয়েছে নিরাপত্তারক্ষীদের মোবাইল ফোনের ক্যামেরা।
এমন কী বিয়ে সংক্রান্ত কোনও তথ্য যেন বাইরে ছড়িয়ে না পড়ে, তার জন্য রোজ আলাদা আলাদা নিরাপত্তারক্ষী দায়িত্বে থাকবেন।
গোপনীয়তাবজায় রাখতে ঘনঘন পাল্টেছে বিয়ের তারিখ, ভেন্যু। বিয়ের আমন্ত্রিতের তালিকা মাত্র ২৮ জনের। অথচ বাউন্সার (Bouncer) ভাড়া করা হয়েছে ২০০ জন।