সর্বদাই নানা কারণে প্রচারের আলোয় থাকেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত। কখনও চর্চায় তাঁর প্রেম জীবন, কখনও বা অভিনেত্রীর রাজনৈতিক আদর্শ। টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ভোট পর্ব মিটলেই নাকি সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের ‘ক্যুইন’।
ইতিমধ্যে ফ্যাশন ডিজাইনারের সঙ্গে দেখা করে বিয়ের পোশাকও নাকি বানিয়ে ফেলেছেন কঙ্গনা। হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ছিমছাম অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারবেন কঙ্গনা।
Md Salim: রাজ্য সম্পাদক হয়েও ভোটপ্রার্থী, বঙ্গ সিপিএমের ইতিহাসে দ্বিতীয় নাম সেলিমের
শোনা যাচ্ছে, কঙ্গনার হবু স্বামী নাকি বলিউডের নন। বিদেশে থাকেন, পেশায় ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরেই নাকি এই ব্যবসায়ীর সঙ্গে গোপনে প্রেম করছিলেন কঙ্গনা। আর এবার বিয়ের পালা।
হবু স্বামী কে, সেই নিয়ে মুখে কুলূপ এঁটেছেন কঙ্গনা, সম্প্রতি বলেছেন, কার সঙ্গে প্রেম করছেন, সময় এলেই জানাবেন।