চারহাত এক হয়েছে কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের৷ তাঁদের বিয়ে নিয়ে নেটিজেনদের উৎসাহ তুঙ্গে। বিয়ের নানা মুহূর্তের ছবি নিজেই শেয়ার করেছেন শ্রীময়ী৷ এবার প্রকাশ্যে এল তাঁদের বাসরের ভিডিও।
বাসরে অন্দরমহলে ঠিক কী চলছিল, নিজেই সকলকে দেখালেন শ্রীময়ী। ভিডিওতে দেখা গেল, সবান্ধবে বসে রয়েছেন কাঞ্চন, পরনে গেঞ্জি আর পাজামা। দরজা ঠেলে শ্রীময়ী ঘরে ঢুকতেই বন্ধুদের উচ্ছ্বাসের বিস্ফোরণ! অনেকে ঝাঁপালেন বিছানায়। সেলিব্রেশনের মুডে কোমর দোলালেন কাঞ্চনও।
Deepika-Ranveer Dance: জামনগরে স্বমহিমায় দীপিকা-রনভির! হবু মা-বাবার নাচে মাতল আম্বানিদের আসর
ইতিমধ্যেই নেটিজেনদের শুভেচ্ছাবার্তায় ভাসছেন কাঞ্চন, শ্রীময়ী। বাসরের ভিডিওটিও উপচে পড়ছে অভিনন্দনের বন্যায়।