গত কয়েকদিন ধরেই অম্বানিদের বিয়ে বাড়ির ছবির সঙ্গে পাল্লা দিয়েছে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের নানা মুহূর্তের ছবি ভিডিয়ো। ভালবাসার দিনে সই-সাবুদ সেরে রেখেছিলেন। গত শনিবার সাত পাকে বাঁধা পড়ার পর আজ জুটির গ্র্যান্ড রিসেপশন।
বুধবার পার্কস্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েটে বসতে চলেছে কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের পার্টি। শ্রীময়ীরা কী পরছেন পার্টিতে, এই প্রশ্নের উত্তরে কাঞ্চন পত্নী সাফ জানিয়ে দিয়েছেন। তার জন্য অপেক্ষা করতে হবে। ছবি পোস্ট করার পর সব জানা যাবে। তবে শ্রীময়ী জানিয়েছেন, রিসেপশনে কোনও সোনার গয়না তিনি পরবেন না।
রিসেপশনে দুজন দুজনকে দিচ্ছেন বিশেষ উপহার। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কাঞ্চন শ্রীময়ী একে অপরের আঙুলে পরিয়ে দেবেন প্ল্যাটিনামের আংটি। সকলের উপস্থিতিতেই দ্বিতীয়বার আংটি বদলের অনুষ্ঠান সারবেন তাঁরা।