ভালবাসা বয়স, ধর্ম, রঙ এসবের ধার ধেরেছে কবেই বা? তবুও বহু বিতর্কের কাঁটায় রক্তাক্ত হয়ে, বহু অপেক্ষার পর অবশেষে চার হাত এক হয়েছে কাঞ্চন মৈত্র এবং শ্রীময়ী চট্টরাজের| বিয়ের পর, শ্রীময়ীর প্রথম জন্মদিনে ভালবাসা উজাড় করে দিলেন কাঞ্চন| কাঞ্চনের থেকে ২৭ বছরের ছোট শ্রীময়ী, কিন্তু তাঁদের প্রেমে বয়সের বেড়াজাল নেই| আর কাঞ্চনের বয়স যেন কার্যত ভুলিয়ে দিয়েছেন শ্রীময়ী, জন্মদিনে শ্রীময়ীর জন্য ভালবাসা উজাড় করে দিলেন কাঞ্চন|
T 20 WC win: ১৭ বছরের অপেক্ষা ফুরলো, টিম ইন্ডিয়ার বিশ্বজয়ে বাঁধ ভাঙা আনন্দে আত্মহারা টলিউড
বেশ কিছু সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করে কাঞ্চন লেখেন, ‘শুভ জন্মদিন, ঈশ্বর তোর সব মনের ইচ্ছা পূরণ করুক, আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো, আমার জীবন গুছিয়ে দেবার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ,, হ্যাঁ আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি, এইভাবেই সবসময় আমার পাশে থাকিস, আমি তোকে খুব খুব খুব ভালোবাসি’