'ভালোবাসা শত যুদ্ধেও জেতা যায় না', লিখেছিলেন কবীর সুমন৷ সত্যিই তো! ভালোবাসা তো জেতা-হারার বিষয় নয়। ভালোবাসা এক অন্তহীন অপেক্ষা, এক অনন্ত হাঁটা, যার অন্তিমে হয়তো অপেক্ষা করে থাকে প্রিয়তমা বা প্রিয়তমের হাতটুকু।
ঠিক যেমনটা কাঞ্চন আর শ্রীময়ীর সম্পর্কে। বহু বিতর্কের কাঁটায় রক্তাক্ত হয়ে, বহু অপেক্ষার পর অবশেষে এক হল চার হাত। একে অন্যকে নিজের করে পেলেন দুজনে। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশে কাঞ্চন বেছে নিলেন কবীর সুমনেরই এক অসামান্য গানের লাইন।
Deepika-Ranveer Dance: জামনগরে স্বমহিমায় দীপিকা-রনভির! হবু মা-বাবার নাচে মাতল আম্বানিদের আসর
কনের সাজে উজ্জ্বল শ্রীময়ীর সঙ্গে বরবেশে নিজের ছবি সোস্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কাঞ্চন। সঙ্গে ক্যাপশন, 'বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো/ বেঁচে নেবার স্বপ্নটাকে জাপটে ধরে থেকো।' ভালোবাসার পূর্ণতালগ্নে প্রিয়তম বন্ধুকে এর চেয়ে নিবিড় কোন বার্তাই বা দিতে পারতেন কাঞ্চন?