কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের ভেন্যুর বাইরে বড় বড় করে লেখা ছিল মিডিয়ার পাশাপাশি সিকিউরিটি গার্ডদের ও ড্রাইভারদেরও প্রবেশ নিষেধ। তাঁদের বিয়ের এই ওয়েলকাম বোর্ড ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই নবদম্পতির এই ‘ব্যবহারের’ সমালোচনা করেন। অবশেষে, রিসেপশনের পরের দিনেই মুখ খুললেন কাঞ্চন মল্লিক।
Kanchan-Sremoyee Reception : শ্রীময়ী-কাঞ্চনের রিসেপশন,ভেন্যুর বাইরে লাগানো বোর্ড ঘিরে বিতর্ক, নিন্দার ঝড়
এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা কাঞ্চন মল্লিক জানান, ‘আমাদের নিমন্ত্রণপত্রে একেবারেই লেখা ছিল না, প্রেস, ড্রাইভার, সিকিওরিটি গার্ডদের কেউ আসতে পারবেন না। ড্রাইভার, সিকিওরিটি গার্ডরা এসেছেন। প্রতিটা ভেন্যুর কিছু নিজস্ব নির্দেশ থাকে। এখানে এই নির্দেশ ছিল, যাতে অপরিচিত কেউ ঢুকে না পড়েন। একজন ইউটিউবার আমার বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়েও স্টোরি করেছেন। বলছেন, এটা কাঞ্চন মল্লিকের বাড়ি। অনেক ক্ষেত্রেই সিকিওরিটি নিয়ে চিন্তা থাকে। সেই কারণে প্রাইভেট হলে, প্রেস, ড্রাইভার বা সিকিওরিটি ক্ষেত্রে কর্মরত অপরিচিত কারও ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল। তবে এই লাইনও আমি নিজে লিখিনি। এরকম লেখা হচ্ছে সেটা আমি দেখিওনি। কাউকে অপমান করাও লক্ষ্য নয়। কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে অকারণে টার্গেট করা হচ্ছে। ড্রাইভার, সিকিওরিটি গার্ড যাঁরা এসেছেন, তাঁরা সকলেই খাওয়াদাওয়া করেছেন আমার সামনেই। এমনকী তাঁরা প্রাইভেট হলেও এসেছেন। আমরা বাধা দিইনি কোনওভাবেই। ভেন্যুতে উপস্থিত না থাকার কারণে অনেকে বিষয়টা বুঝতে পারেননি।’