জল্পনাই সত্যি হয়েছে। খুব শিগগির সাত পাকে বাঁধা পড়ছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। প্রেম দিবসে আইনি বিয়ে সেরেছেন দুজন। এবার সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি পোস্ট করে খোলামেলাই প্রেম নিবেদন হবু মিয়াঁ বিবি-র। বিশেষ দিনের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীময়ী লিখলেন, 'মিস্টার মল্লিক, আমার ভালোবাসা, তুমি শুধুই আমার।'
রবিবার মাঝরাত থেকেই কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোস্যাল মিডিয়ায়৷ সোমবার দুপুরে শ্রীময়ী এবং তার কয়েক ঘণ্টার মধ্যে কাঞ্চন নিজে শেয়ার করলেন রেজিস্ট্রির ছবি।
Vikrant Massey:বন্ধুদের নেমন্তন্ন করে প্লাস্টিকের চেয়ারে বসতে দিতেন, আজ বলিউড কাঁপাচ্ছেন সেই অভিনেতা
ফেসবুকে শ্রীময়ী লিখেছেন, 'স্নেহ আর ভালোবাসায় জীবন বদলে দেওয়ার মতো মানুষ খুবই বিরল। তেমন মানুষ পেলে ভালোবাসা দিয়ে আগলে রেখে উদযাপন করা উচিত।' কাঞ্চন লিখেছেন, "খুব ভালোভাসি তোকে। এভাবেই ভালোবাসা দিয়ে চিরটাকাল আগলে রাখিস আমায়"।
প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গতমাসেই আইনি বিচ্ছেদ হয়েছে কাঞ্চনের। আগামী ৬ মার্চ শ্রীময়ী কাঞ্চনের বিয়ের সামাজিক অনুষ্ঠান।