বয়স যে সংখ্যা মাত্র একথা প্রমাণ করে দিয়েছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি, কম চর্চা হয়নি, কম সমালোচনা হয়নি। কিন্তু সেসবের ধার ধারেননি কাঞ্চন-শ্রীময়ীর কেউই। বদলে জমিয়ে আনন্দ করেছেন তাঁরা নিজেদের বিয়েতে।
সদ্য বিবাহিত দম্পতি, চুটিয়ে নেচেছেন কখনও ‘টুম্পায়’ কখনও বা ‘যতই ঘুড়ি ওরাও রাতের’ মতো গানে। হাতে মটনের প্লেট নিয়েই নেচেছেন কাঞ্চন। বিয়ের জোড় কোমরে গুঁজেই উদ্দাম নেচেছেন শ্রীময়ীও।
Sreemoyi-Kanchan Wedding Album: গায়ে হলুদ থেকে সাত পাক, , হেসে-খেলে বিয়ে সারলেন কাঞ্চন শ্রীময়ী
সেইসব টুকরো টুকরো ভিডিও এই মুহূর্তে বেজায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।