আজ টলিউডে একটি নয় দুই-দুটি বিয়ে বাড়ি। একদিকে বিয়ের পিঁড়িতে বসছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। অন্যদিকে, গায়ক অনুপম রায় এবং প্ৰশ্মিতা পাল। এই দুই বিয়ে ঘিরেই চর্চা কিন্তু কম হয়নি। কিন্তু সেসবে কান না দিয়ে, এই দুই জুটি ভরসা রেখেছেন ভালবাসায়, ভাল থাকায়।
গত ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ের পর, আজ শনিবার দক্ষিণ কলকাতার একটি ক্লাবে চার হাত এক হতে চলেছে কাঞ্চন, শ্রীময়ীর। আজ লাল বেনারসি, এবং সোনার গয়নায় সাজবেন নতুন কনে. আর কাঞ্চন পরছেন লাল সাদা পাঞ্জাবি।
অন্যদিকে, আজ দুই গানের জগতের মানুষ প্ৰশ্মিতা এবং অনুপমও শুরু করতে চলেছেন নতুন জীবন। আজ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অনুপম।
ঘটনাচক্রে অনুপম এবং কাঞ্চন উভয়েরই এটি তৃতীয় বিয়ে। চর্চিত এই বিয়ের দিকে তাকিয়ে গোটা দর্শকমহল।