একাধারে তিনি কিংবদন্তি অভিনেতা, চিত্রনাট্যকার ও পরিচালক। আজ কমল হাসানের ৬৮ বছরের জন্মদিন। জন্মদিনেই এল সুখবর, ফের আরও একবার জুটি বাঁধছেন মনিরত্নম-কমল হাসান।
আটের দশকে প্রথম 'নায়কন' ছবিতে জুটি বেঁধেছিলেন দুজন। সেই ছবি কমলকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার। ৩৫ বছর পর আবারও আসছে মণি-কমল জুটি। ছবির ওয়র্কিং টাইটেল এখনও পর্যন্ত কেএইচ টু থারটিফোর। কারণ এটিই তারকার ২৩৪ তম ছবি। ছবির সংগীত পরিচালক এ আর রহমান। তিন লিজেন্ড এই প্রথম একসঙ্গে এক ছবিতে।
মাত্র পাঁচ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু। শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে জাতীয় পুরস্কারও জিতেছেন।
এখনও পর্যন্ত তাঁর অভিনীত সাতটি সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়ে। আর কোনো অভিনেতার এতগুলো সিনেমা অস্কার মনোনয়নের জন্য পাঠানো হয়নি।