আজ কল্পতরু উৎসব। বছরের প্রথম দিনে ভোর থেকেই ভক্তদের ঢল দক্ষিণেশ্বর-কাশিপুর উদ্যানবাটিতে (Udyanbati)। ২০২১ এবং ২২ এ করোনার কারণে পুণ্যার্থীদের সমাগম বন্ধ থাকার পর গত বছর থেকে চেনা ছন্দে ফিরেছে কল্পতরু উৎসব।
বছরের প্রথম দিনটি মহাসমারোহে পালিত হয় কল্পতরু দিবস হিসাবে৷ এই বছরও তার অন্যথা হচ্ছে না। দক্ষিণেশ্বর মন্দির থেকে শুরু করে রাজ্যের সর্বত্র ভক্তরা পালন করছেন কল্পতরু দিবস। এই দিনটির সঙ্গে জড়িয়ে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতি।
আজ থেকে ১৩৮ বছর আগে, ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কাশীপুর উদ্যানবাটীতে সমাগত ভক্তবৃন্দকে আশীর্বাদ করে ঠাকুর বলেছিলেন, "তোমাদের চৈতন্য হোক৷" সেই বাণী প্রবাহিত হয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছরের প্রথম দিনটি পরম শ্রদ্ধায় পালিত হয় কল্পতরু উৎসব হিসাবে।
সকাল থেকেই দক্ষিণেশ্বর মন্দির এবং কাশীপুর উদ্যানবাটিতে বহু ভক্তের সমাগম হয়েছে। ভবতারিণী মন্দিরে সকাল থেকে পুণ্যার্থীদের ঢল প্রতি বছরের মতোই। কাঁসর, ঘণ্টা, মন্ত্রপাঠে রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে কল্পতরু দিবস।