বং বিউটি হলেও বাংলা ছবিতে কখনও কাজ করা হয়নি কাজলের। এবার কি তা হতে চলেছে? আগামী বছরের শুরুতেই ছবির শুটিং-এ বেশ অনেকটা সময় কলকাতায় থাকবেন কাজল। তাহলে কি বাঙালি কোনও পরিচালকের সঙ্গে কাজ করছেন? তা এখনও স্পষ্ট নয়।
তবে, ছবির নাম হতে চলেছে 'মা'। প্রযোজনায় অজয় দেবগণের সংস্থা। ছবির শুটিং চব্বিশের প্রথম দিকে হবে, তবে রেইকি করতে নভেম্বরেই শহরে আসছে দেবগণের টিম।
Anik Dutta: অসুস্থ পরিচালক অনীক দত্ত, যেতে পারছেন না নতুন ছবির শুটিং ফ্লোরে
এমনিতে কাজলের কলকাতায় যাতায়াত লেগেই থাকে। সালাম ভেঙ্কির প্রচারে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে কলকাতা এসেছেন বহুবার।