ানিজ্যনগরী মুম্বইয়ে মুখার্জি বাড়ির দুর্গাপুজো দারুণ বিখ্যাত। রানি মুখোপাধ্যায়, কাজল, অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে পুজোর এই ৫ দিন নামে বলিউড তারকাদের ঢল। অভিজাত এই পুজোতে উপস্থিত থাকেন আলিয়া, রণবীর, অমিতাভ-জয়ার মতো তাবড় তাবড় বলি সেলেবরা। পুজোর কটা দিন এই বাড়িতেই কাটে কাজলের। বাঙালি সাজে নিজেকে সাজিয়ে তোলেন অভিনেত্রী।
রবিবার মহাসপ্তমীর দিনে কাজলের ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়ো কার্যত মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাজল পুত্র ছোট্ট যুগ মায়ের সঙ্গে ভোগ পরিবেশন করছে আমন্ত্রিতদের। ছেলেকে পাশ থেকে কী যেন বলে বলছেন কাজল। মা ছেলে উভয়ের পরনেই গোলাপি পোশাক৷
সোশাল মিডিয়াতে ভিডিয়ো শেয়ার করে কাজল লিখলেন 'গর্বিত মা' কাজলের হাতের খাবার থালা থেকে সকলকে প্রসাদ বিতরণ করছে ছোট্ট যুগ, এই ভিডিয়ো দেখে 'হার্ট ইমোজি' দিয়ে কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। তানিশাও ইন্সটাগ্রামে একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, "সপ্তমীটা সবসময়ই খুব স্পেশাল"। এই সমস্ত ছবি, ভিডিয়োতে নেটিজেনদের লাইকের বন্যা বয়ে গিয়েছে।