মিনি আর তার কাবুলিওয়ালার মিষ্টি সম্পর্ক বাঙালির কাছে চিরন্তন। তপন সিনহা পরিচালিত ছবটিও গেঁথে আছে দর্শকের মনে, সেই ছবিও আরও একবার আসতে চলেছে পরিচালক সুমন ঘোষের হাত ধরে। খবর ছিলই। আরও বড় খবর, মিঠুন চক্রবর্তী নিজে রয়েছেন সে ছবির নাম ভূমিকায়। এবার সামনে এল ছবির পোস্টার।
বড়দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পোস্টারে দেখা যাচ্ছে ঝোলা কাঁধে রহমত, পাশে পাশে চলছে ছোট্ট মিনি, মানে অনুমেঘা কাহালি। মিনির বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারকে। শিশু দিবসেই ছবির পোস্টার সামনে আনল এসভিএফ।
বাঙালির নস্টালজিয়া উস্কে নতুন 'কাবুলিওয়ালা' দর্শকের কতোটা পছন্দ হয়, সেটাই দেখার।