অসুস্থ কবীর সুমন । শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 'গানওয়ালা' । সোমবার এখবর সামনে আসতেই চিন্তায় পড়ে গিয়েছেন তাঁর অনুরাগীরা । এখন কেমন আছে তাঁদের প্রিয় গায়ক ? হাসপাতাল সূত্রে খবর, কবীর সুমনের শারীরিক অবস্থা স্থিতিশীল । তবে, এখনও সংকট কাটেনি । এদিকে, সিসিউইতে বসেই সোশ্যাল মিডিয়াতে নিজের শরীর নিয়ে আপডেট দিয়েছেন গায়ক । যা দেখে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন অনুরাগীরা ।
ভক্তদের উদ্দেশে কবীর সুমনের বার্তা, 'শ্বাসকষ্ট নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছি। শিগগিরি সেরে উঠব। চিন্তা করবেন না।' সুমনের এই পোস্টে তাঁর বহু অনুরাগী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
হাসপাতালের তরফে জানানো হয়েছে, জ্ঞান আছে, খাওয়া-দাওয়াও করছেন শিল্পী । চিকেন স্যান্ডুইচ খাওয়ার আবদার জানিয়েছিলেন । তাঁর আবদার মেনে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ
সোমবার কবীর সুমনের অসুস্থতার খবর পাওয়া যায় ঘনিষ্ঠ সঙ্গীত শিল্পী মনীষা দাশগুপ্তের কাছ থেকেই । তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গায়কের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান । পরে হাসপাতালের তরফে জানা যায়, কবীর সুমনের দুটো ফুসফুসেই জমে আছে জল । কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি রযেছেন । মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, চেস্ট মেডিসিন এবং কার্ডিওলজির আন্ডারে চিকিৎসাধীন তিনি । হাসপাতাল সূত্রে খবর, হৃদ্যন্ত্রেও একাধিক সমস্যা রয়েছে। রক্তে শর্করার পরিমাণও অনিয়ন্ত্রিত বলে জানা গিয়েছে। উচ্চরক্তচাপজনিত সমস্যাও রয়েছে কবীর সুমনের।
সুমনকে অ্যান্টিবায়োটিক্সের সঙ্গে পটাশিয়াম সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে । এছাড়া, বেশ কিছু, শারীরিক পরীক্ষা-নীরিক্ষাও করা হচ্ছে বলে খবর ।