হাসপাতালে 'গানওয়ালা'। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন কবীর সুমন। বেলা ৩টে নাগাদ সুমন ঘনিষ্ঠ সঙ্গীত শিল্পী মনীষা দাশগুপ্ত এই খবর নিশ্চিত করেছেন ফেসবুকে।
তিনি জানান, লিখেছেন, ‘কবীর সুমন শ্বাসকষ্ট নিয়ে আজ সকালে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। চিকিৎসা চলছে। ডাক্তারদের নির্দেশে দেখা করার ওপর বিধিনিষেধ রয়েছে।’ সুমনের আরোগ্য কামনায় অনুরাগীরা।
একবার ঢাকার এক অনুষ্ঠানে সুমন জানিয়েছিলেন, এক অসুখের কারণে তিনি না পারেন হাতে লিখতে না পারেন গীটার বাজাতে। একটানা বসে থাকলেও সমস্যা হয়। তখন আক্ষেপের সুরেই সুমন বলেছিলেন, 'মাঝে মাঝে মনে হয় শুয়ে গান গাই৷ '