বৃহস্পতিবার সকাল থেকেই টালিগঞ্জে শোকের ছায়া। অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) আকস্মিক প্রয়াণে শোক বিহ্বল বাংলা সিনে ইন্ডাস্ট্রি। এ'দিন দুপুরে টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিও (Technitian studio)-র অভিনেতার মরদেহ রাখা হয়। প্রিয় সতীর্থকে, সহকর্মীকে শেষ বারের জন্য শ্রদ্ধা জানালেন কলাকুশলীরা। উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস, পরিচালক রাজ চক্রবর্তী, সোহম, শান্তিলাল মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, ভরত কউলেরা, অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে।
প্রথম ছবি পথভোলা, অভিষেকের প্রয়াণে প্রসেনজিৎ-যুগের এক সৈনিকের জীবন-যুদ্ধ শেষ
সাড়ে তিন দশকে ২৫০-এর বেশি চলচ্চিত্র রয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারে। গীত সঙ্গীত, সংঘর্ষ, দহন, ফিরিয়ে দাও, মায়ের আঁচল, নীলাচলে কিরিটি-র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন। একসময় পরিচালক অঞ্জন চৌধুরী-র ব্লু আইড বয় হিসেবেই পরিচিত ছিলেন ইন্ডাস্ট্রি-তে। বড় পর্দার পাশাপাশি চুটিয়ে অভিনয় করেছেন ছোট পর্দায়, যাত্রায়।