RRR ছবি জুড়ে জুনিয়র এনটিআর, এবং রামচরণের দুর্দান্ত কেমিস্ট্রি মন কেড়েছিল দর্শকদের। তাঁদের ছবির গান 'নাটু নাটু' সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে ঘরে তুলেছে অস্কার। এই মুহূর্ত নিঃসন্দেহে 'RRR' এর সমস্ত কলাকুশলীদের কাছে গর্বের। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির দুই অভিনেতা রামচরণ তেজা আর জুনিয়ার এনটিআরও। 'নাটু নাটু' গানে একইরকম পোশাকে তাদের দুরন্ত পারফরম্যান্সও একই ভাবে হয়েছে প্রশংসিত। তাই অস্কারের মঞ্চেও পোশাকে 'টুইনিং' করলেন 'দুই ভাই'।
স্যুটেড ব্যুটেড নয় বরং একেবারে ভারতীয় পোশাকেই অস্কারের জন্যও ট্যুইনিং করলেন রামচরণ এবং জুনিয়র এনটিআর। রামচরণ পরেছিলেন কালো কুর্তা পাজামা, জুনিয়র এনটিআর এর পরনে ছিল কালো শেরওয়ানি। পোশাকের একদিকে বাঘের মোটিফ কাজ করা জরি দিয়ে। দুই অভিনেতার মুখেই বিশ্বজয়ের হাসি।