বলিউড আবার লিখতে চলেছে নতুন লাভ স্টোরি । আমির খানের ছেলে জুনেইদ খান ও বনি-শ্রীদেবী কন্যা খুশি কাপুরের প্রেম কাহিনী । আগামী বছরই নাকি জানা যাবে তাঁদের দু'জনের জীবনের গল্প । এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন উঠছে, বলিউডের দুই স্টার কিড কি তবে বাস্তবে প্রেম করছেন ? না,সবটাই আসলে ঘটতে চলেছে সিলভার স্ক্রিনে । নতুন রোম্যান্টিক ড্রামা আনতে চলেছেন পরিচালক অদ্বৈত চন্দন । এই প্রথম সিলভার স্ক্রিনে জুটি বাঁধছেন খুশি ও জুনেইদ । সিনেমার প্রথম পোস্টারও সামনে এনেছেন নির্মাতারা ।
সিনেমার পোস্টারে দেখা যাচ্ছে, সেলফি তুলতে দেখা যাচ্ছে একটি ছেলে ও মেয়েকে । পোস্টার শেয়ার করে, ছবি মুক্তির তারিখও ঘোষণা করেছেন নির্মাতারা । আগামী বছর ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমা । তবে, ছবির নাম এখনও ঘোষণা হয়নি । সিনেমা দ্বৈতভাবে প্রযোজনা করছে ফ্যানটম স্টুডিওস ও এজিএস এন্টারটেইনমেন্ট ।
সিলভার স্ক্রিনে বলিউডের নতুন জুটির কেমিস্ট্রি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা । কেউ লিখেছেন, 'ছবির নাম কী ?'কেউ আবার লিখেছেন,'দারুণ একটা ব্যাপার ঘটতে চলেছে । আর অপেক্ষা করা যাচ্ছে না ।' জানা গিয়েছে, পরিচালক অদ্বৈতের এই রোম্যান্টিক সিনেমার গল্প আসলে তামিল ছবি লাভ টুডে থেকে নেওয়া হয়েছে । যদিও এই বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে কোনও কিছু নিশ্চিত করা হয়নি । উল্লেখ্য, অদ্বৈত পরিচালিত শেষ সিনেমা ছিল আমির খান ও করিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা ।
জোয়া আখতারের দ্য আর্চিস সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন খুশি কাপুর । সিনেমায় বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছেন । বলিপাড়া সূত্রে খবর, সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের বিপরীতেও দেখা যেতে পারে খুশিকে । অন্যদিকে, নেটফ্লিক্সের সিনেমা মহারাজ-এ অভিনয়ের মধ্যে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন জুনেইদ । ছবিটি বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে ।