মুক্তির অপেক্ষায় আমাজন প্রাইমের বহু প্রতীক্ষিত সিরিজ ‘মির্জাপুর সিজন থ্রি’| আগামী ৫ই জুলাই মুক্তি পাওয়ার কথা সিরিজ| দর্শকদের উত্তেজনা ক্রমেই বাড়ছে| এর মধ্যেই, সিরিজ নিয়ে একটি দুর্দান্ত আপডেট জানালেন ‘গুড্ডু ভাইয়া’ ওরফে আলি ফজল|
জানা গিয়েছে, মির্জাপুরের দুটি এপিসোডে দর্শকদের জন্য রয়েছে দারুন একটি চমক | মির্জাপুরের এই সিজনে দেখা যাবে, ‘পঞ্চায়েত’এর সচিবজি ওরফে জিতেন্দ্র কুমারকে|
সিরিজে, কালীন ভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠীর মৃত্যু সংক্রান্ত কাগজ পত্রের কাজেই এন্ট্রি নেবেন সচিবজি | ‘পঞ্চায়েত’ এবং ‘মির্জাপুরের’ গল্পও নাকি জুড়েই বোনা হয়েছে|