অনীক দত্তের 'অপরাজিত' (Aparajito) ছবিতে সত্যজিৎ রায়ের (Satyajit Ray) চরিত্রে পর্দায় নিখুঁত ভাবে ফুটিয়ে তুলে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন দেশে-বিদেশে। তবে এবার একেবারে অন্য চরিত্রে অভিনেতা জিতু কমল। সাংবাদিক দুলাল দে-র প্রথম ছবি ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিতে একজন গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে জিতুকে। গোয়েন্দা অরণ্য চট্টোপাধ্যায়ের ভূমিকায় জিতু। এছাড়াও ছবিতে আছেন সৃজিত পত্নী মিথিলা, শিলাজিৎ, সুহোত্ররা।
ডাক্তারির ছাত্র হলেও অরণ্যর প্যাশন ক্রিকেট। রহস্যের গন্ধ পেলেই সে ঝাঁপিয়ে পড়ে। ছবিতে গোয়েন্দা অরণ্যর বস গায়ক শিলাজিৎ মজুমদার। টিজার বলছে, সুহোত্রকে সম্ভবত খলনায়ক চরিত্রে দেখা যাবে। টিজার বলছে ছবিটি মুক্তি পাবে জুলাই মাসে।