নীরজ পাণ্ডে পরিচালিত ‘খাকি’র সিক্যুয়েলে দেখানো হবে বেঙ্গল চ্যাপ্টার । নেটফ্লিক্সে মুক্তি পাবে ওয়েব সিরিজ । এই ছবি দিয়েই বলিউডে জিতের অভিষেক হতে চলেছে | জোরকদমে শুরু হয়ে গিয়েছে, ছবির শ্যুটিং-ও | সকাল থেকেই কলকাতার শ্যামবাজার চত্বর জমজমাট | কড়া নিরাপত্তায় মুড়ে রাখা, শ্যামবাজারে শ্যুটিং করতে আসেন জিৎ এবং ‘খাঁকি’র টিম | শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়েছে একাধিক ছবি|
Rituparna Sengupta : রেশন দুর্নীতি মামলা, ইডি দফতরে হাজিরা ঋতুপর্ণা সেনগুপ্তের
এর আগে দলবদল নিয়ে শ্যামবাজারের মোহনলাল স্ট্রিটে রেকি সেরে গিয়েছিলেন পরিচালক | সেই মতোই এবার শুরু হল শ্যুটিং, এর আগে তিন দিন ধরে চত্বর সাজানো হয়েছে| বেশ কিছু বাড়ি রঙ করা হয়েছে, তৈরি হয়েছে শহিদবেদি, লোকনাথ কোচিং সেন্টার, সাঁটানো হয়েছে বেশ কিছু পোস্টারও | সাদা জামা পরে, টিমের সঙ্গে মেঘলা দুপুরে ‘খাঁকি’র শ্যুটিং করলেন জিৎ |