ইদে মুক্তি পেয়েছে সুপারস্টার জিৎ-এর চেঙ্গিজ। টলিউডের হাল ফেরাতে মরিয়া ছিলেন সুপারস্টার। প্রথমবার প্যান ইন্ডিয়াতে মুক্তি পেল জিৎ এর কোনও ছবি। প্রচারে দেশের একাধিক শহরেও ঘুরেছিলেন 'চেঙ্গিজ'। তবুও হল না শেষ রক্ষা। এত কাঠখড় পুড়িয়েও সলমনের সঙ্গে 'বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরবের' পাঙ্গাটা নিতে পারল না জিৎ এর চেঙ্গিজ। প্রথম দিনের বক্স অফিস কালেকশন বলছে, চেঙ্গিজ একদিনে ঘরে তুলেছে মাত্র ১৪ লক্ষ, যা খুব বেশি আশানুরূপ নয়।
মুম্বই থেকে লখনউ, দিল্লি, রাজস্থান-- ছবির প্রচারে হিন্দি বলয়ের সর্বত্রই ছুটে গিয়েছেন জিৎ। সত্তরের দশকের কলকাতার প্রেক্ষাপটে সাজানো মাফিয়া চেঙ্গিজের এই গল্প। ছবিতে জিতের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। একই দিনে মুক্তি পেয়েছে সলমন খানের ছবি,'কিসি কা ভাই কিসি কা জান'। এই ছবির কাছে কার্যত মুখ থুবড়ে পড়েছে জিৎ ম্যাজিক।