Jaya Ahsan : রেড হট লুকে জয়া আহসান, খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী, রূপের রহস্য কী ?

Updated : Jan 16, 2025 16:13
|
Editorji News Desk

জয়া আহসান । দুই বাংলায় জনপ্রিয় অভিনেত্রী । ঢালিউডের পাশাপাশি টলিউডেও চুটিয়ে কাজ করছেন । তাঁর অভিনয় দক্ষতা নিয়ে বলাই বাহুল্য । শুধু গুণ, রূপেও যে নায়িকা কত হৃদয়ে আগুন জ্বালিয়েছে তার ইয়ত্তা নেই । ৫২-র জয়ার জেল্লা ফেটে পড়ছে । বিদুষী, সুন্দরী মহিলার ডেফিনেশন যদি কিছু থাকে, তাহলে সেটা জয়া আহসান । শাড়ি হোক বা ওয়েস্টার্ন...সব পোশাকেই অ্যাটট্রাক্টিভ, আবেদনময়ী, বোল্ড জয়া আহসান । চোখে তাঁর একটা আলাদাই আগুন । সেই আগুনে যে কত মন পুড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না । এবার শীতের আবহে রেড হট খোলামেলা পোশাকে উষ্ণতা ছড়ালেন জয়া । একইসঙ্গে সন্দেহের ছায়ায় মুড়ে রাখলেন নিজেকে । 

অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্টও নজর কাড়া । সোশ্যাল মিডিয়ায় তার ঝলক তো মেলেই । সম্প্রতি, সেরকমই কিছু ফটোশুটের ছবি শেয়ার করেছেন জয়া আহসান । ছবিতে দেখা গেল, জয়ার পরনে টকটকে রেড হল্টার নেক ড্রেস । হালকা মেক-আপ, ঠোঁটে ব্রাউন শেডের লিপস্টিক । কানে ছোট্ট দুল । ছিমছাম অথচ ক্লাসি, বোল্ড, অ্যাটট্রাক্টিভ । বিভিন্ন পোজে নিজেকে ক্যামেরাবন্দী করেছেন ।ক্যাপশনে লিখেছেন, Shadow of a doubt । বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'সন্দেহের ছায়া' ।  ছবি দেখলে কে বলবে ৫০ পার করে ফেলেছেন অভিনেত্রী । ছবি পোস্ট করতেই কমেন্টের বন্যা বইছে । কেউ লিখেছেন, 'এভারগ্রিন', কেউ লিখলেন 'আগুন', কারও চোখে আবার তিনি গর্জিয়াস । 

কিন্তু, ৫০-এও কীভাবে যৌবন ধরে রেখেছেন জয়া ? খুব কি ডায়েট করেন ? জানা গিয়েছে, খেতে খুব ভালবাসেন তিনি । পেটভরে ভাত না খেলে ঠিক চলে না তাঁর । বিরিয়ানি, কচুরি, জিলিপি, চিনি দিয়ে দুধ চা খুবই ফেভারিট । তবে, প্রত্যেকদিন তো আর জাঙ্ক ফুড খেতে পারেন না । তবে, যোগব্যায়াম মাস্ট । শত ব্যস্ততার মধ্যেও যোগাভ্যাস থেকে একেবারেই বিরত রাখেন না নিজেকে । যোগব্যায়ামের সঙ্গে ফ্রি হ্যান্ড এক্সারসাইজও মাস্ট । আর রূপের রহস্য কী ? জল, ফল আর যোগব্যায়াম । এই তিন মন্ত্রেই বিশ্বাসী অভিনেত্রী । কোনও ফেসপ্যাক ব্যবহার করতে পছন্দ করেন না । 

বাংলাদেশের প্রথম সারির এক সংবাদমাধ্যমসূত্রে খবর, জয়া এই মুহূর্তে সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন । জিম্মি নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছেন । এছাড়া পুতুলনাচের ইতিকথা সিনেমাতেও অভিনয় করেছেন জয়া । খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমাটি । অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়ও । 

এ তো গেল কেরিয়ারের কথা । অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কেমন ? এই নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল থাকা স্বাভাবিক । ফয়সাল আহসানের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে বিচ্ছেদ হয়েছে জয়ার । এখন তিনি 'সিঙ্গল' । এমনটাই দাবি করেন জয়া ।  কী কারণে বিচ্ছেদ, সেই বিষয়ে তাঁরা কেউ কোনওদিন মুখ খোলেননি । নতুন করে জীবন শুরুর কী পরিকল্পনা জয়ার ? অভিনেত্রী জানিয়েছিলেন, আপাতত বিয়ের পরিকল্পনা তাঁর নেই । 

jaya ahsan

Recommended For You

editorji | বিনোদন

Abhishek-Sharly : শার্লির চোখে জল, স্নেহচুম্বন অভিষেকের, বিয়ের ভেন্য়ু থেকে মেনু...দেখে নিন একঝলকে

editorji | বিনোদন

Arindam Sil : 'অন্য মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন,...পালিয়ে এসেছি', বিস্ফোরক অরিন্দমের স্ত্রী

editorji | বিনোদন

Sourav Ganguly : নেই সৌরভ, ১২৫ কোটি-র চুক্তিতে 'ঘর বদল', 'দাদাগিরি' কি বন্ধ হয়ে যাবে ?

editorji | বিনোদন

Serial Jagadhatri : সিঙ্ঘম স্টাইলে জ্যাসের মেয়ে দুর্গা-র এন্ট্রি, মিঠিঝোরা-তে নয়া মোড়

editorji | বিনোদন

Garia Hat Sale: গড়িয়াহাটের সেলে কী কী মেলে? রইল চোখ ধাঁধানো ১০ কালেকশনের হৃদিশ