'জওয়ান' জ্বরে কাঁপছে গোটা দেশ। 'জওয়ান'-এর অদ্ভুত সেলিব্রেশনে মাতল কলকাতার একাধিক সিনেমাহল। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিও প্রায় একই রকম। কলকাতার পাশাপাশি 'জওয়ান'-মুক্তির সেলিব্রেশনে মাতল বহরমপুরও।
মিরাজে ফাস্ট ডে ফাস্ট শো থেকে শুরু হয় কলকাতার সেলিব্রেশন। সকাল সাড়ে পাঁচটায় ছিল সেই শো। বিকেল গড়িয়ে এখনও সেই উৎসব থামার নাম নেই। দিনটাই যেন কিং খানের নামে উৎসর্গ করেছেন অনুরাগীরা। প্রায় ৯০০ ফ্যান এদিন অশোকা সিনেমাহলের বাইরে জড়ো হয়েছেন। সারাদিন ধরেই চলছে উৎসব। স্পেশাল স্ক্রিনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে।
এদিকে 'জওয়ান' রিলিজ করেছে মুর্শিদাবাদের শহর বহরমপুরেও। মোহন মল চত্বরে কেক কেটে উচ্ছ্বাসে মাতলেন অনুরাগীরা। শাহরুখ খানের কাটআউটে পরানো হল মালা। জওয়ানের মুখোশ পরে মোহন মলের সামনে সেলিব্রেশন করলেন শাহরুখের অসংখ্য অনুরাগী।