রিলিজ হতে বাকি আরও ১৫ দিন। তার আগেই বক্স-অফিসে ব্যবসা করতে শুরু করল শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি 'জওয়ান' (Jawan)। ইন্ডাস্ট্রি ট্র্যাকর স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, শুধু আমেরিকাতেই অগ্রিম বুকিং-এর (Advance booking) মাধ্যমে ১ কোটি ২০ লক্ষ টাকা কামিয়ে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়াতেও এই সিনেমার অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, শাহরুখ খানের সিনেমা 'জওয়ান'-এর প্রিভিউ এবং দুটি গান যথাক্রমে 'জিন্দা বান্দা' এবং 'ছলেয়া' মুক্তি পাওয়ার পরেই প্রবল দর্শক আনুকূল্য পায়। এই ছবির জন্য কাজ করা স্টান্ট ডিরেক্টররা এর আগে 'বাহুবলী ২', ইনসেপসন', 'দ্য ফাস্ট অ্যান্ড দ্য় ফিউরিয়াস' ছবিতে কাজ করেছেন।
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রযোজিত ছবি 'জওয়ান'-এ শাহরুখ খান ছাড়াও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপথি, প্রিয়ামণি, যোগীবাবু, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার প্রমুখ।