নব্বইয়ের দশকে ভারতের সুপারহিরো মানেই শক্তিমান । ভূমিকায় মুকেশ খান্না । সেই নস্টালজিয়াকে উসকে দিতেই শক্তিমান আসছে বড়পর্দায় । অনেক আগেই তা ঘোষণা হয়ে গিয়েছিল । সম্প্রতি, বলিপাড়ায় গুঞ্জন ছড়ায়, শক্তিমানের ভূমিকায় দেখা যেতে পারে রণবীর সিং-কে । কিন্তু, শক্তিমান হিসেবে রণবীরকে দেখতে চান না মুকেশ খান্না । চূড়ান্ত বিরোধিতা করেছেন । রণবীরকে তাঁর কটাক্ষ, 'যত বড় স্টারই হোন না কেন, শক্তিমান হতে পারবেন না।'
নিজের ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজে মুকেশ খান্না একটি ভিডিও বার্তায় বলেন, 'মাসখানেক ধরেই সোশাল মিডিয়ায় একটা গুঞ্জন ছড়িয়েছিল, রণবীর সিং শক্তিমান হচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই ক্ষোভপ্রকাশ করেছিলেন । আমি চুপ ছিলাম। তবে যখন চ্যানেলগুলোও এই খবর ঘোষণা করে দিল যে রণবীর ইতিমধ্যেই সইসাবুদ সেরে ফেলেছেন, তখন মুখ খুলতে বাধ্য হলাম । আমি স্পষ্ট বলেছি যে, এরকম ভাবমূর্তির ব্যক্তি যত বড় স্টারই হোন না কেন, শক্তিমান হতে পারবেন না।'
রণবীরের নগ্ন ফটোশুটকে নিয়েই যত আপত্তি মুকেশ খান্নার । তিনি বলেন, 'এগুলো তো ভারতীয় সংস্কৃতিতে নেই। ও যদি নগ্নতায় স্বচ্ছন্দ্য হয়, তাহলে অন্য কোনও দেশে চলে যাক। যেখানকার সিনেপর্দায় নগ্নতার অবাধ বিচরণ। প্রযোজকদের বলেছি, স্পাইডার ম্যান, ব্যাটম্য়ান.. প্রতিযোগিতা কিন্তু এদের সঙ্গে নয়। কারণ শক্তিমান শুধু সুপারহিরো নন, একজন সুপার শিক্ষকও। তাই যে অভিনেতাই এই চরিত্রে অভিনয় করুন না কেন, তাঁর মধ্যে এই কোয়ালিটি থাকাটা বাঞ্ছনীয়। গুণ এমন থাকা উচিত যে, তিনি যখন কথা বলবেন, মানুষ শুনবে। বড় বড় অভিনেতা তো আছে, কিন্তু তাদের ইমেজ মাঝখানে চলে আসে।'