নতুন বছরেই আইনি মতে বিয়ে সেরেছেন ইরা-নূপুর । এবার, সামাজিকভাবে চার হাত এক হওয়ার পালা । উদয়পুরে চলছে প্রাক বিবাহ অনুষ্ঠান । ৮ জানুয়ারি ছিল তাঁদের মেহন্দি অনুষ্ঠান । নূপুরের নামের মেহেন্দি হাত পরলেন ইরা । প্রকাশ্যে এল মেহেন্দি অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি ।
মেহেন্দির দিন একটি আইভরি রঙের লেহেঙ্গায় নজর কাড়েন ইরা খান । গলায়, কানে হালকা গয়না, চোখে সানগ্লাস...একেবারে কুল লুকে দেখা গেল ইরাকে । অন্যদিকে নূপুর শিখরের পরনে ছিল গোলাপি শার্ট এবং খয়েরি রঙের ভেস্ট। হাত ভর্তি মেহেন্দি পরে ক্য়ামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছে ইরাকে ।
জানা গিয়েছে, মেহেন্দির অনুষ্ঠান বসেছিল উদয়পুরের তাজ লেক প্যালেসে । এরপরেই রয়েছে সঙ্গীত, তারপর বিয়ে । জানা গিয়েছে ১ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন দু'জনে ।