বছরের শুরুতেই আইনি বিয়ে সেরেছিলেন । এবার সামাজিক বিয়েটাও সেরে নিলেন আমির কন্যা ইরা খান । ১০ জানুয়ারি উদয়পুরের তাজ আরাভলি রিসর্টে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে দীর্ঘদিনের প্রেমিক নূপুরের সঙ্গে নতুন জীবনে পা রাখলেন ইরা । প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের একাধিক ছবি ও ভিডিও । সেখানেই দেখা গেল, খ্রিস্টান থিমড বিয়ে ছিল তাঁদের । অর্থাৎ খ্রিস্টান মতেই রূপকথার মতো বিয়ে সেরেছেন ইরা ও নূপুর । বিয়ের পর নাচতেও দেখা গেল নবদম্পতিকে ।
বিয়ের দিন সাদা গাউনে নজর কেড়েছেন ইরা । চুল সাজিয়েছিলেন টিয়ারা দিয়ে । কানে ছোট্ট দুল, একেবারে পরীর মতো লাগছিল আমির কন্যাকে । অন্যদিকে, নূপুরের পরনে ছিল সাদা রঙের শার্ট এবং ছাই রঙের স্যুট। বিয়ের একটি ভিডিওতে দেখা গেল, একে অপরের হাতে হাত রেখে হেঁটে আসছেন ইরা-নূপুর । যাকে বলে একেবারে মেড ফর ইচ আদার । বিয়ের পর বরকে জড়িয়ে ধরে গানের তালে নাচতেও দেখা যায় ইরাকে ।
বিয়ের তিনদিন আগের থেকে ইরা-নূপুরের প্রাক বিবাহের অনুষ্ঠান চলছে । জমকালো মেহেন্দি, সঙ্গীতের ছবি ও ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । প্রত্যেক অনুষ্ঠানে দেখা গিয়েছে আমির খানের প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও-কে । বিয়েতেও উপস্থিত ছিলেন কিরণ । উল্লেখ্য, এর আগে ৩ জানুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন ইরা ও নূপুর ।