টলিপাড়ায় পা রেখেছেন বেশ ক'বছর, যদিও হাতে গোনা ছবিই বানিয়েছেন পরিচালক ইন্দ্রাশিস আচার্য। তাঁর ছবি প্রশংসিত হয়েছে দেশে বিদেশে, অথচ টলিপাড়ায় তিনি যেন খানিকটা ব্রাত্যই। ইন্দ্রাশিসের চতুর্থ ছবি 'নীহারিকা' পাড়ি দিল সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানকার অ্যাদেলেইদ চলচ্চিত্র উৎসবে একমাত্র ভারতীয় ছবি হিসেবে আমন্ত্রিত 'নীহারিকা'।
আগামী ২২ অক্টোবর ছবিটি দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। পরিচালকও আমন্ত্রিত হয়ে পাড়ি দিয়েছেন অস্ট্রেলিয়ায়, নিজেই পোস্ট করে জানিয়েছেন সে কথা।
Hansika Motwani: 'কোই মিল গ্যায়া'-র সেই চাইল্ড অ্যাক্টর বিয়ের পিঁড়িতে, কার ঘরণী হচ্ছেন হন্সিকা?
বিল্লু রাক্ষস, পিউপা, পার্সেল - ইন্দ্রাশিসের পরিচালনায় সবক'টি ছবিই সমালোচক মহলে বেশ আলোচিত। ইন্ডাস্ট্রিতে গডফাদার ছাড়াই টিকে থেকেছেন পরিচালক, নিজেও সে কথা বলেছেন একাধিকবার। টলিপাড়ার নামী দামিরা এখনও অনেকেই তাঁকে এড়িয়ে চলেন, সে নিয়েও প্রকাশ্যেই মুখ খুলেছেন ইন্দ্রাশিস।