শেষ হল ইন্ডিয়ান আইডল ১৩ (Indian Idol) লম্বা গানের সফর। অযোধ্যার ছেলে ঋষি সিং (Rishi Singh) হয়েছেন বিজেতা। অবশ্য ইন্ডিয়ান আইডলে আসার আগে থেকেই তাঁর গানের ভক্ত স্বয়ং বিরাট কোহলি থেকে তাবড় তাবড় বলি সেলেবরা। প্রতিবারের মতো এবারেও একঝাঁক বাঙালি শিল্পীরা ছিলেন ইন্ডিয়ান আইডলে। আগের বছর একটুর জন্য বিজয়ী ট্রফি হাতছাড়া হয়েছিল বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলালের, এবছরও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। দ্বিতীয় স্থানে বঙ্গতনয়া দেবস্মিতা রায়। দেবস্মিতা ছাড়াও ফাইনামে উঠেছিলেন আরও দুই বাঙালি বিদীপ্তা চক্রবর্তী ও সোনাক্ষী কর।
দ্বিতীয় হয়ে দেবস্মিতা পেয়েছেন ১৫ লক্ষ টাকার পুরস্কার মূল্য। এবারেও ৩জন বাঙালি ইন্ডিয়ান আইডল ফাইনাল অবধি পৌঁছেছিলেন, কিন্তু জয় কিছুতেই আসছে না। এই ঘটনায় ইন্ডিয়ান আইডল এর বিচার পক্ষপাতদুষ্ট বলেও মনে করছেন দর্শকদের একাংশ।