বছরের শুরুতেই নতুন ছবির ঘোষণা করেছেন সুপারস্টার দেব। ছবির নাম 'খাদান'। টলিপাড়ায় জল্পনা 'জওয়ান মডেল' অনুসরণ করে দেব হিট করাতে চাইছেন 'খাদান;কে।
এই ছবিতে নাকি প্রথমবারের জন্য ডবল রোলে দেখা যাবে দেবকে। এবং শাহরুখের মতোই বাবা-ছেলে দুই চরিত্রই ফুটিয়ে তুলবেন দেব নিজেই।
কয়লা খনি অঞ্চলের মাফিয়া রাজ নিয়েই ছবি। দেবের বিপরীতে থাকছেন ইধিকা পাল। শোনা যাচ্ছে দেবের সঙ্গে ছবিতে থাকছেন যীশু সেনগুপ্ত এবং বনি সেনগুপ্তও। যদিও এই দুজনের নাম এবং দেবের ডবল রোল নিয়ে এখনও কিছুই ঘোষণা করেনি প্রযোজনা সংস্থা।
Lesbian Marriage: যোগীরাজ্যে মালাবদল বাংলার দুই সমকামী তরুণীর